
মায়ার বন্ধু
ইমরান খান রাজ
একজন মায়ার বন্ধু চাই।
যে থাকিবে কাছাকাছি, পাশাপাশি।
যে শুধু ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখিবে
আমার এই শুণ্যতা ভরা হৃদয়।
তেমনি একটা বন্ধু চাই আমি
চিরতরে আপন করিবার জন্যে !
—
শিক্ষার্থী, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ।
সদস্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা৷
Please follow and like us: