
মিরসরাই উপজেলা ও পৌরসভা, বারইয়ারহাট পৌরসভা ও কলেজ এবং নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া-মুনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মে) অনুষ্ঠিত কর্মসূচীতে উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেল ও সদস্য সচিব মুহাম্মদ ফরহাদ হোসাইন, মিরসরাই পৌরসভা ছাত্রদলের আহবায়ক হোসেন মোহাম্মদ মাসুম, বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের আহবায়ক এমরান হোসেন, নিজামপুর কলেজ ছাত্রদলের সদস্য সচিব হাসান, বারইয়ারহাট ছাত্রদলের আহবায়ক শরীফুল ইসলাম বাদশা ও সদস্য সচিব তানভীর হোসেন।
এতে আরো উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক- নুর উদ্দিন রাজু, এমরান আনোয়ার,সাখাওয়াত হোসেন,তৌহিদুল ইসলাম,আমিন শরীফ,পারভেজ, উপজেলা ছাত্রদলের সদস্য- আবু শাহাদাৎ সায়েম, সেলিম,এমরান হোসেন জুয়েল ও আদিল মাহমুদ, মিরসরাই পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক- শাহাদাৎ হোসেন, তপু, জাহেদুন নবী। নিজামপুর কলেজ ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক আফজাল হোসেন সহ সকল ইউনিটের নেতাকর্মীগণ অংশগ্রহণ করেন।
এসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা দোয়া অনুষ্ঠিত হয়।