
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউপি চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ মো: জিন্না সুখে-দুঃখে সবার পাশে থাকতে চায়।
বুধবার রাতে উপজেলার ননীক্ষীরের দক্ষিন গোয়ালগ্রাম কালি মন্দিরের সামনে এক অনুষ্ঠানে চেয়ারম্যান প্রার্থী শেখ মো: জিন্না বলেছেন আমি চেয়ারম্যান নির্বাচিত হলে ননীক্ষীর ইউনিয়ন হবে একটি মডেল ইউনিয়ন। ইউনিয়নের প্রতিটি ছেলে-মেয়ে হবে সু-শিক্ষিত।
তিনি আরো বলেন আমি দীর্ঘদিন মানুষের পাশে থেকে সেবা করে আসছি।
আর আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি ইউনিয়নের প্রতিটি কাচা রাস্তা পাকা করা হবে, এবং ননীক্ষীর ইউনিয়ন হবে ঘুষ ও দুর্নীতি মুক্ত। টাকার অভাবে কেউ যদি লেখাপড়া করতে না পারে, তার ব্যব¯া’ করে দেবো আমি। প্রতিটি ছেলে-মেয়ে হবে সু-শিক্ষিত। ননীক্ষীর ইউনিয়ন হবে একটা মডেল ইউনিয়ন।