
গোপালগঞ্জের মুকসুদপুরে পিকআপ ভ্যানের চাপায় বিচিত্রা চক্রবর্তী (৬) নামে এক শিশু নিহত হয়েছে।
গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাসেরহাটে এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু বিচিত্রা চক্রবর্তি উপজেলার দাসেরহাট গ্রামের বশিষ্ঠ চক্রবর্তীর মেয়ে। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া জানান,
সন্ধ্যায় দাসেরহাট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিল শিশু বিচিত্রা, এসময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান চাপা দিলে ঘটনাস্থলে বিচিত্রা মারা যায়। পরে খবর পেয়ে পুলশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘাতক বাসটিকে আটক করেতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
Please follow and like us: