
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের কয়েকজনের ভিজিএফ কার্ড আটকে রাখার অভিযোগ উঠেছে। ৫ আগষ্টের পর বহরবুনিয়া ইউপি চেয়ারম্যান রিপন ও ৬ নং ইউপি সদস্য নুরু ইউনিয়ন পরিষদে না আসায় স্থানীয় কয়েক ব্যক্তি পরিষদের চাল বন্টনের দায়িত্ব নেয়। এদের মধ্যে খলিল, আব্দুল্লাহ ও মনির চাল বন্টনের সাথে সর্ম্পৃক্ত ছিল।স্থানীয় বিএনপির এই তিন নেতার বিরুদ্ধেই কার্ডধারীদের কার্ড আটকে রাখার অভিযোগ উঠেছে।
কার্ডধারীরা অভিযোগ করে বলেন, কার্ড নিয়ে ইউনিয়ন পরিষদ থেকে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি চাল আনতে গেলে স্থানীয় খলিল, আব্দুল্লাহ ও মনির আমাদের কার্ড রেখে দেয়। স্থানীয় অবৈধ ক্ষমতা ব্যবহার করে বে- আইনী ভাবে কার্ড আটকে রাখায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলেন, খলিল, আব্দুল্লাহ ও মনির এরা জনপ্রতিনিধি ও আইনের লোক না হয়ে কোন ভাবেই আমাদের কার্ড আটকে রাখতে পারে না। যদি যাচাই করতে হয় এ জন্য প্রশাসন আছে, আইন আছে।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, খলিল, আব্দুল্লাহ ও মনির এরা নব্য বিএনপির সদস্য হয়ে এলাকায় বে-আইনী কাজ করে যাচ্ছে। তারা স্বৈরাচার হাসিনার আমলেও আওয়ামী লীগের সাথে সর্ম্পৃক্ত থেকে এলাকার অনেক ক্ষতি করেছে। এলাকার সাধারন মানুষ এদের দ্বারা আর ক্ষতির সম্মূক্ষিন হতে চায় না।
এ বিষয়ে অভিযুক্ত মনির বলেন, আমরা সাধারন মানুষের সহায়তার জন্য কাজ করেছি। বিগত সরকারের আমলে অনেক অবৈধ কার্ড হযেছে এগুলো যাচাইয়ের জন্য নিয়েছিলাম। এখন সকল কার্ড ফেরত দেওয়া হয়েছে।
Please follow and like us: