১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মোড়েলগঞ্জে মহিলা নেত্রীর বিরুদ্ধে বিক্ষোভ। দল থেকে বহিষ্কার দাবি




মোড়েলগঞ্জে মহিলা নেত্রীর বিরুদ্ধে বিক্ষোভ। দল থেকে বহিষ্কার দাবি

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২১ ২০২৫, ১৯:৫৪ | 612 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়ন মহিলা দলের সাধারন সম্পাদক লাইজু নাহার লুচির বিরুদ্ধে অভিযোগের পাহাড় উপস্থাপন করেছে স্থানীয়রা। একের পর এক ক্ষমতার অপব্যবহার, স্থানীয়দের মারধর, সরকারি গাছ কেটে বিক্রি করাসহ নানা অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত এই নারী। প্রভাবশালী এই নারী নেত্রীর বিচার ও দল থেকে বহিস্কারের দাবিতে শনিবার (২১ জুন) সকালে পঞ্চকরণ ইউনিয়নের মহিষচরণি এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য দেন, পঞ্চকরণ ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ কামাল, যুবদল নেতা মোঃ শাহীণ, মোঃ কামরুল ইসলাম, জাহিদুল শেখ, আবুল হোসেন মোল্লা, মনিরুল ইসলাম, মোঃ রুহুল আমীন,  মহিলা দল নেত্রী মুরশিদা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, লাইজু নাহার লুচি একজন ক্ষমতালোভী মহিলা। তিনি আওয়ামীলীগের আমলে স্থানীয় নেতাদের সাথে থেকে এলাকায় নানা অপরাধ অপকর্ম করেছেন। সম্প্রতি তিনি সরকারি রাস্তার গাছ কেটে বিক্রি করে দিয়েছেন। সেই বিষয়টি এলাকাবাসী প্রশাসনকে জানালে, তিনি স্থানীয়দের উপর চড়াও হয়। এছাড়া তিনি ও তার লোকজন এলাকার অনেককে মারধর করেছেন। কৃষি অফিস থেকে প্রাপ্ত সারও বিক্রি করে দিয়েছেন তিনি। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট হয়ে পড়েছেন। আমরা প্রভাবশালী এই নারী নেত্রীর বিচার ও দল থেকে বহিস্কার দাবি করছি।
মুরশিদা বেগম নামের এক নারী নেত্রী বলেন, লাইজু নাহার লুচি ও তার লোকজন আমার স্বামীকে বেধড়ক মারধর করেছে। তার মাথা ফাটিয়ে দিয়েছেন। আমি এর বিচার চাই।
৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ কামাল বলেন, তিনি আওয়ামী লীগের সময় তাদের সাথে আতাত করে এলাকার মানুষের উপর অত্যাচার করেছে। এখন বিএনপি আসার পরে তিনি মহিলা দলের নেত্রী হয়েছেন। তার অত্যাচারে মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। আমরা দল থেকে তার বহিস্কার চাই।
যুবদল নেতা মোঃ শাহিন বলেন, লাইজু নাহার লুচি ও তার বাহিনী এলাকা অশান্ত করে রেখেছেন। তাকে দল থেকে বহিস্কার না করা হলে, দলের ভাবমূর্তি নষ্ট হবে। সামনে জাতীয় নির্বাচন, এই নির্বাচনেও তার এই অপকর্মের প্রভাব পড়বে। এজন্য দলের স্বার্থে তাকে বহিস্কার করার দাবি জানান এই নেতা।
এ বিষয়ে অভিযুক্ত লাইজু নাহার লুচি বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।  এলাকার একটি মহল নিজেদের অপকর্ম আড়াল করতে আমার বিরুদ্ধে অভিযোগ এনেছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET