
পদ্মা অয়েল ট্যাংকার ওনার্স রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন’র (পোটরা) সহ-সভাপতি নির্বাচিত হলেন মোমিনুল হক পাটোয়ারী।
শুক্রবার (২৬ মে) চট্টগ্রামের হোটেল দি গ্রীন শেডো রেস্টুরেন্টে পদ্মা অয়েল ট্যাংকার ওনার্স রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন ২০২৩-২০২৪ দ্বি-বার্ষিক সম্মেলনে মোমিনুল হক পাটোয়ারীকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়।

পোটরা’ সভাপতি ইয়াকুব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। নব-নির্বাচিত
কমিটির অন্যন্যদের মাঝে সভাপতি ইয়াকুব চৌধুরী, সহ-সভাপতি মাস্টার মোমিনুল হক, সাধারণ সম্পাদক শামীম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক তানভীর মাসুম, সাংগঠনিক সম্পাদক রিয়াজ চৌধুরী, অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-অর্থ সম্পাদক টনি, কার্যকরী সদস্য তৌহিদুল ইসলাম মাসুম, রাসেল ও রেজা।

মোমিনুল হক পাটোয়ারী ছাগলনাইয়া উপজেলাধীন ঘোপাল ইউনিয়নের পূর্ব ঘোপাল আকবর পাটোয়ারী বাড়ির কৃতি সন্তান। এছাড়াও তিনি জয়পুর সরোজিনী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য পদে দায়িত্ব পালন করছেন।