
রাজশাহীতে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫ তম জন্মবার্ষীকি উপলক্ষে আলোচনা সভা ও শীত বস্ত্র বিতরণ করেছে জেলা ছাত্রদল। গতকাল মঙ্গলবার সকাল ১১ টার সময় নগরীর মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন নিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।এতে প্রধান বক্তা হিসবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ পূর্ণবাসন সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাধারন সম্পাদক এ্যাড:শফিকুল হক মিলন । আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র নেতা মো: ওয়ালিউল হক রানা, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদল সভাপতি মোঃ মোজাদ্দেদ জামানী সুমন,রাজশাহী মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন, কৃষকদল মহানগর আহ্বায়ক মোঃ ওয়াদুদ হাসান পিন্টু, আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মোঃ শরিফুল ইসলাম জনি প্রমুখ। এর আগে জিয়াউর রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী জেলা ছাত্রদলের পক্ষ থেকে শীতার্তদের শীতবস্ত্র কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।#