৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




রাজশাহীতে বিপুল পরিমান হেরোইন-সহ মাদক কারবারী গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৬ ২০২৪, ১৪:২৬ | 620 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান হেরোইন-সহ মোঃ সিরাজুল ইসলাম অরফে আনন্দ (৩২) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার দিনগত রাত সোয়া ১২টায় গোদাগাড়ী থানাধীন ছয়ঘাটি তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২ কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ সিরাজুল ইসলাম ওরফে আনন্দ (৩২), সে রাজশাহী মহানগরের শাহমখদুম থানার সুজানগর পবাপাড়ার মোঃ সানোয়ার হোসেনের ছেলে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিএসবি), মোঃ রফিকুল আলম।
তিনি জানান, সোমবার দিনগত রাত ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ জানতে পারেন, গোদাগাড়ী থানাধীন ছয়ঘাটি তিন রাস্তার মোড়ে রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জগামী মহাসড়কের ফাঁকা জায়গায় দুইজন ব্যক্তি হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১২টায় বর্ণীত স্থানে অভিযান চালিয়ে মাদক কারবারী আনন্দকে ২কেজি ৪০০গ্রাম হেরোইন-সহ আটক করে। যাহার মূল্য অনুমানিক ২ কোটি ৪০ লাখ টাকা। তবে অপর এক সহযোগী মাদককারবারী মোঃ ওমর ফারুক (৩৮), ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।
মঙ্গলবার সকালে গ্রেফতার আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET