১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • রাজশাহী মহানগরীতে হরতাল সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল, আটক ৫




রাজশাহী মহানগরীতে হরতাল সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল, আটক ৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১৯ ২০২৩, ১৮:০৬ | 730 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

তফসিল ঘোষণার পর বিএনপি-জামায়াতের ডাকা রোববার থেকে ৪৮ ঘন্টার হরতাল সমর্থনে রাজশাহী মহানগরীতে বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাত ৮টার দিকে নগরীর সাহেববাজার আরডিএ’র মার্কেটের সামনে হরতালের সমর্থনে মহানগর বিএনপির নেতৃবৃন্দ এ বিক্ষোভ মিছিল করে। মিছিলে নেতৃত্ব দেন মহানগর মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইশা।
বিএনপির নেতৃবৃন্দ মিছিল বের করলে পুলিশ ঘটনস্থলে উপস্থিত হয়ে তাদের ধাওয়া দেয়। এসময় মিছিল থেকে ৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ। মিছিলে মহানগর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল-সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলের সময় পুলিশের বাধা দেয়া দিলে ঘটনাস্থলে পড়ে গিয়ে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা আহত হন।
রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাওয়ার্দী হোসেন জানান, শনিবার রাত ৮ টার দিকে বিএনপির কয়েকজন নেতাকর্মী হরতালে সমর্থনে মিছিল বের করে। পরে সেখানি পুলিশ বাধা দেয়। একই সাথে মিছিল করার সময় ৫ বিএনপির নেতাকর্মীকে আটক করে পুলিশ।
ওসি বলেন, এই ঘটনায় পর থেকেই রাজশাহী সাহবে বাজার এলকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। আটককৃত বিএনপি নেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।
এরআগে হরতাল সমর্থনে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর শিরোইল শুভ পেট্রোল পাম্পের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। প্রথমে হরতার সমর্থনকারীরা জয়বাংলা শ্লোগান দিয়ে রাস্তায় মিছিলটি বের করে। এসময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও পুলিশ মিছিলকারীদের ধাওয়া দিলে তারা সেখান থেকে পালিয়ে যায়।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত রাজশাহী নগরীতে বড় ধরনের কোনো অপ্রিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET