গৌতম চন্দ্র বর্মন ঠাকুরগাঁও প্রতিনিধি:- ঠাকুরগাঁও সদর উপজেলার ১৪নং রাজাগাঁও ইউনিয়নেESDO এর উদ্যেগে এস এ ডাব্লিউ আর পি-২ প্রজেকটে স্যানিটারি ল্যাটিন বিতরন করা হয়েছে।২৫ ফ্রেব্রুয়ারী রবিবার দুপুর ১২ টায় পাটিয়াডাঙ্গী হাই স্কুল মাঠে বিনামূল্যে বিতরন সম্পন্ন করা হয়।১৪ নং রাজাগাঁও চেয়ারম্যান মো:মোশারুল ইসলাম প্রধান অতিথী উক্ত ল্যাটিন বিতরন উদ্বোধন করেন।এসময় আরো উপস্থিত ছিলেন আব্দুল রউফ মিঞা সিডিও,মামুদুল হাসান ইউ এফ ইএসডিও.সেলিনা অক্তার ইউপি মহিলা সদস্য,শওকত আলী ইউপি সদস্য ১৪নং রাজাগাঁও ইউনিয়ন পরিষদ,মো:খাদেমূল ইসলাম সাধারন সম্পাদক ১৪নং রাজাগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ.মো:শাহিনুর ইসলাম সেচ্ছাসেবকলীগ ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সহ প্রমূখ।উল্লেখ্য যে ইএসডিওর উদ্যেগে বিনামূল্যে গরিব মানুষের মাঝে স্যানিটারি ল্যাটিন বিতরন করা করা হয়।