কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সোলায়মান আলী ১৩ মার্চ শনিবার সকাল ৭টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, ২ কন্যা, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলা সদরে। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস্ ও কিডনিজনিত রোগে ভূগছিলেন। তাঁর নামাজে জানাজা শেষে স্থানীয় মিঠাপুর কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি, উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম, প্রেসক্লাব রাজারহাট এর সভাপতি এস.এ বাবলু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা –কর্মচারীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ মরহুমের আতœার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।