ঠাকুরগাঁও প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সড়ক দুর্ঘটনায় আনসারুল ইসলাম (১৭) নামে একজন নিহত হওয়ার ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে ২৪ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যায়। জানা যায়, শিবদিঘী হতে বলিদ্বারা অভিমুখে অটোতে চড়ে যাচ্ছিলেন আনসারুল ইসলাম, অটোটি ব্র্যাক অফিস সংলগ্ন সড়কে পৌছালে বিপরীত দিক থেকে আসা ট্রলির সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই অটোযাত্রী আনসারুল ইসলামের মৃত্যু হয়। নিহত আনসারুল ইসলাম উপজেলার বড় বাশবাড়ী গ্রামের আব্দুল মালেকের ছেলে। রানীশংকৈল থানা পুলিশ ব্যাটারী চালিত অটোটি আটক করে থানা হেফাজতে নিয়েছে।
এ ব্যাপারে রানীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান ঘটনা র সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রলিটি আটক করা যায়নি, তবে আটকের চেষ্টা চলছে।