
বাগেরহাটের রামপাল উপজেলা থেকে বিএনপি’র পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবি ও সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ। অপরদিকে আটককৃতদের মুক্তির দাবি জানিয়েছেন লায়ন ড . শেখ ফরিদুল ইসলাম।
আটককৃতরা হলো উপজেলার ঝনঝনিয়া গ্রামের শেখ শওকত হোসেনের ছেলে মোঃ আসাদুজ্জামান লিটু (২৫), পেড়িখালি এলাকার খালিদ মল্লিকের ছেলে তন্ময় মল্লিক (২৮), দলদাহ এলাকার দেলোয়ার খানের ছেলে ইমরান খান (২৬), হোগল ডাঙ্গা গ্রামের মিন্টু পাটোয়ারীর ছেলে মারুফ পাটোয়ারী (১৯) এবং আজিম শেখের ছেলে মোঃ ওমর ফারুক জনি (১৯)।
আটকের বিষয়ে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, আটককৃতরা যুব ও ছাত্রদলের নেতাকর্মী। উপজেলার বিভিন্ন জায়গা থেকে পুলিশ তাদের মিথ্যা মামলায় আটক করেছে। বিরোধী দল নিপীড়নে সারাদেশে পুলিশের আটক অভিযান অব্যাহত আছে। তিনি আইনের রক্ষক পুলিশবাহিনীকে কোন দল বা গোষ্ঠীর পক্ষ না নিয়ে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান। রামপাল থানায় মিথ্যা মামলায় আটক বন্ধ এবং ধৃত নেতাকর্মীদের অনতিবিলম্বে মুক্তি দাবি করেন তিনি।
এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই বিএনপি নেতাকর্মীদের আটক করা হয়েছে। কারো বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেলেই তাকে আইনের আওতায় আনা হবে। মানুষের জান মাল রক্ষায় কোন প্রকার শৈথিল্য প্রদর্শন করা হবে না। রামপাল থানায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমরা বদ্ধপরিকর।
Please follow and like us: