
গতকাল মঙ্গলবার (৪ অক্টোবর) জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে ছাগলনাইয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফখরুল ইসলাম বলেন, বছরের একটি বিশেষ দিনে কন্যা শিশু দিবস উদযাপন করার দ্বারা প্রমানিত হয় দেশে এখনো নারীর অধিকার আদায়ে বৈষম্য রয়েছে। সম্পত্তি বন্টনের ক্ষেত্রে নারীরা অবহেলিত উল্লেখ্য করে তিনি বলেন, সৎ ও সাহসী ভূমিকা পালনের মধ্যদিয়ে নারীরা নিজেদের অধিকার আদায় করে নিতে হবে। কোন নারীর সাথে কেউ বৈষম্য করে টিকে থাকতে পারবেনা উল্লেখ্য করে এসিল্যান্ড ফখরুল ইসলাম বলেন, রাষ্ট্র, আইন ও প্রশাসন নারীদের পাশে রয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সমন্বয় কমিটির সদস্য সাংবাদিক নজরুল ইসলাম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ছায়েদুল হক, সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজী সামি-উল-হক, পৌর কাউন্সিলর শাহেনা আক্তার। এসময় উপজেলা কিশোর কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।