গৌতম চন্দ্র বর্মন ঠাকুরগাঁও সংবাদদাতা:- ঠাকুরগাঁওয়ের রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ চত্তরে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
২৫ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ১১টায় ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেনের সভাপতিত্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম কিবরিয়া। উক্ত কর্মসূচীতে মোট ৭০ (সত্তর) জন ভিক্ষুককে তালিকাভুক্ত করা হয়। তালিকাভুক্ত ভিক্ষুকদের মাঝে (চাউল, চুরা, মুড়ি, চিনি, বিস্কুট, তেল, লবন, ডাল, দিয়াশলাই ও মোম্বাতিসহ মোট ১০ আইটেম) একটি করে প্যাকেট বিতরন করা হয়।
বিভিন্ন ওয়ার্ড থেকে আসা ভিক্ষুক মল্লিকা বেগম, ছুটু, মকবুল, শামসুল, হামিদ, নগেন, গীতা রানী জানান, আমাদেরকে সরকারীভাবে পুনর্বাসন করলে আমরাআর ভিক্ষা করবোনা। ভিক্ষা করা এখন মানুষ আর পছন্দ করেনা ।
এ প্রসংগে ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন বলেন, অত্র ইউনিয়নের তালিকাভুক্ত সকল ভিক্ষুককে সরকার পর্যায়ক্রমে পুনর্বাসন করবে। এটা সরকারের পরিকল্পনা রয়েছে। এ সময় ইউপি সদস্য আবুল, ঠাকুর, জব্বার, নুরুজ্জামাল, গনেশ, বিশ্বনাথ ও মহিলা সদস্য ফরিদা, সিদ্দিকা, খাইরুন এবং সচিব লুৎফুল কবির উপস্থিত ছিলেন।