১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত




শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

এম এ বাছির, ষ্টাফ করেসপন্ডেন্ট,সুনামগঞ্জ।

আপডেট টাইম : জুন ২৪ ২০২৫, ০২:০৮ | 630 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জের শান্তিগঞ্জে কৃষি উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে উত্তম কৃষিচর্চা নিশ্চিত করণে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ রেসিলিয়েন্স ইন বাংলাদেশ এর আওতায় কৃষকদের সমন্বয়ে কৃষি বিষয়ক পার্টনার কংগ্রেস-২০২৫ এর দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন) দুপুর ১২ ঘটিকায় উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শান্তিগঞ্জ এর আয়োজনে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জ এর উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ওমর ফারুক বলেন, কৃষির উৎপাদন বৃদ্ধি, উন্নত কৃষিজাত সম্প্রসারণ, কৃষিপণ্যের সুষ্ঠু বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান উন্নয়ন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করণে প্রান্তিক জনগোষ্টীর মধ্যে কৃষি তথ্য ও প্রযুক্তি ছড়িয়ে দেওয়া এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা’র সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন মায়ার সঞ্চালনায় কংগ্রেসে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টনার প্রোগ্রাম ডিএই সিলেট অঞ্চল এর সিনিয়র মনিটরিং অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন।
সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ আহসান হাবিব।
সেমিনারে আরো বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান,পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার,উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ ও কৃষক প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ,কংগ্রেসের বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET