১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




শীত বাড়ার সাথে ভীড় বাড়ছে পুরাতন ও কম দামের কাপড়ের দোকানে

শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৬ ২০২৪, ১৮:৪৪ | 624 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের তাড়াশে পুরোনো ও কম দামের কাপড়ের দোকানে বাড়ছে ক্রেতাদের ভিড়। শীতের তীব্রতা বাড়ার কারণে নিম্নবিত্ত ও গরীব শ্রেণীর মানুষ ভিড় করছেন পুরাতন গরম কাপড়ের দোকানে। অবশ্য বর্তমানে ফুটপাত থেকে শুরু করে অভিজাত মার্কেটগুলোতেও গরম কাপড়ের চাহিদা এখন তুঙ্গে। বিশেষ করে বেশি ভিড় দেখা যায় গ্রাম্য এলাকার হাটবাজারে। এক্ষেত্রে উপজেলার নওগাঁ হাট অন্যতম, এই হাটে শীত মৌসুমে শতাধিক মৌসুমি ব্যবসায়ী নওগাঁ হাটে ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে ফুটপাতের দোকানগুলোতে প্রচুর শীতবস্ত্রের পসরা সাজিয়ে বসেছেন। সেখানে শীতের হাত থেকে রক্ষা পেতে নিম্ন আয়ের মানুষরা ভিড় করছেন। এসব ফুটপাতের প্রতিটি দোকানেই এখন শীতের পোশাকে ঠাসা। ২০ টাকা থেকে শুরু করে ৫শ টাকা পর্যন্ত দরের মধ্যে শীতবস্ত্র পাওয়া যাচ্ছে ওই দোকানগুলোতে। আশেপাশে মার্কেট থাকলেও, কম দামের কারণে পুরাতন কাপড়ের দোকানে ক্রেতাদের আগ্রহ অনেক বেশি। এসব  দোকানে নারী পুরুষ ছোট বড় সব বয়সের মানুষের, জ্যাকেট, ফুলহাতা গেঞ্জি, ব্লেজার, লেদার জ্যাকেট, হাফ+ফুল সোয়েটার, হাতপায়ের মোজা সহ প্রায় সব ধরনের শীতের পোষাক পাওয়া যায়। দামে কিছুটা সস্তা হওয়ায় নারী-পুরুষ ভিড় করছেন দোকানগুলোতে। দামে ও পছন্দে সাশ্রয়ের কারণে ধনী-গরিব সবাই ছুটছে দোকানগুলোতে। আরেকটি বিষয় লক্ষনিয়, এই হাটে পুরোনো কাপড় বেচাকেনার পাইকাররাও বিভিন্ন ধরনের পোশাকের বাছাইকৃত গাঁইট কিনে নিয়ে যাচ্ছেন। পুরোনো কাপড়ের দোকানে কাপড় কিনতে আসা খাদিজা, হাসান,  তাহমিন বলেন, সব ধরনের কাপড় এসব দোকানে পাওয়া যাচ্ছে। তবে গত বছরের চেয়ে এ বছর দাম অনেক বেশি।শীতবস্ত্র কিনতে আসা মোঃ শাকিল ইসলাম বলেন, ‘হঠাৎ করেই শীত বেশি পড়তে শুরু করেছে শীতের কাপড় কিনতে এসেছি। তবে এত ভিড় হবে ভাবিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET