গাজীপুরের শ্রীপুরে পিক-আপ মোটরসাইকেল সংঘর্ষে দুই ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার দুপুর সাড়ে বারটার দিকে উপজেলার মাওনা-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে বদনীভাঙ্গা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক হারুন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে জাকির হোসেন মারা যায়।
এ ঘটনায় গাজীপুর জেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চু ও উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এসএম মাহফুল হাসান হান্নান শোক জানিয়েছেন।
নিহত হারুন অর রশিদ (৪০) উপজেলার সিমলাপাড়া গ্রামের আহমদ আলীর ছেলে। জাকির হোসেন (৪৫) একই গ্রামের বারেকের ছেলে। তারা দু’জনই সিমলাপাড়া বাজারে ব্যবসা করতেন।
স্থানীয়রা জানান, পার্শ্ববর্তী কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া বাজারে হাট বসে। সেই হাটের উদ্দেশ্যে মোটর সাইকেল যোগে দু’জনই শিমলাপাড়া বাজার থেকে রওনা দেন। তাদের বহনকারী মোটরসাইকেলটি মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিক আপের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল চালক হারুন নিহত হয়। গুরুতর আহত জাকিরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাচটার দিকে তার মৃত্যু হয়।
শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।










