গাজীপুরের শ্রীপরে আক্তার মিয়া (৫৫) নামে এক প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় কেওয়া পশ্চিম খন্ড কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে । নিহত আক্তার কড়ইতলা গ্রামের রহিম উদ্দিনের ছেলে ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, প্রতিবন্ধী আক্তার হোসেন এক ছেলেসহ কড়ইতলা এলাকার হাসেম আলীর মেয়ে সাহেরা খাতুনকে বিয়ে করেন। বিয়েরপর শশুরবাড়ির পাশেই এক কন্ড জমি কিনে বসবাস শুরু করেন । তাদের সংসারে আরোও তিন মেয়ে ও এক ছেলের জন্ম হয়। কয়েক বছর ধরেই তাদের পারিবারিক বিষয়াদি নিয়ে স্ত্রী ও শশুরবাড়ীর লোকজনের সাথে ঝগড়া চলছিল।
ওই বিবাদে শনিবারে সালিশ বসে সালিশে তার ছোট মেয়ে আসমা উপস্থিত থাকলেও তার মামা হাবিবুর রহমান,খালা আনোয়ারা বেগম,সৎভাই সাইদুর রহমান সালিম থেকে ধমকিয়ে আসমাকে বের করে দেন । পরে তারা ভিকটিমের সঙ্গে থাকা লাঠি দিয়ে তাকে মারধর শুরু করলে ভিকটিম জ্ঞান হারিযে ফেলে । তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন ।
ঘটনার পর থেকে নিহতের শ্যালক হাবিবুর রহমান(৫৫), শ্যালিকা আনোয়ারা বেগম(৪০) এবং সৎ ছেলে সাইদুর রহমান পলাতক রয়েছেন । রবিবার সকালে নিহতের ছেলে শাহিদ মিয়া বাদী হয়ে চার জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন । আসামীদের গ্রেফতারে অভিযান চলছে ।