গাজীপুরের শ্রীপুরে বিশ^ মেডিটেশন (ধ্যান) দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে আবদার এলাকার আব্দুল আউয়াল কলেজের সামনে কোয়ান্টাম ফাউন্ডেশনের সেলে দিবসটি উপলক্ষ্যে নানা কর্মসুচী পালিত হয়।
সেলের আহবায়ক আতাউর রহমান খোকন সরকারের সভাপতিত্বে ও সফিকুল ইসলামের সঞ্চালনায় শুরু থেকেই সাধারণ মেডিটেশন (সাদাকায়ন) করা হয়। ফাউন্ডেশনের প্রো-মাস্টার, গ্রাজুয়েট, তাদের পরিবারের সদস্য, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
পরে মেডিটেশনের গুরুত্বারোপ করেন প্রভাষক মো. আশিকুর রহমান মাসুদ, অভিজ্ঞতা বণ্যান করেন প্রো-মাস্টার শিক্ষক আশিকুল ইসলাম সুজন, ঢা.বি শিক্ষার্থী নাজমুল হক প্রমূখ। দুপুর ১২টায় মৌসুমী ফল আম ও অন্যান্য খাদ্য উপাদান পরিবেশনের মধ্য দিয়ে দিবসটির সমাপ্তি ঘোষণা করা হয়।