
গাজীপুরের শ্রীপুরে ভ্যান গাড়ি, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছ। শনিবার আটটার দিকে উপজলার জৈনা-বাঁশবাড়ী সড়কের নগরহাওলা (এসিআই মইজাবাইদ) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত রনি (২০) উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া (মধ্যপাড়া) গ্রামের কাচারিপাড়া এলাকার রহমত উল্লাহর ছেলে। আহত ভ্যান চালক ফয়সাল একই গ্রামের বাদল মিয়ার ছেলে। স্থানীয়রা ফয়সালকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন জানান, ওই সড়কর মইজাবাইদ এলাকায় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল ভ্যান গাড়িকে ওভারটেক করার সময় ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয় এবং চালক ফয়সাল গুরুতর আহত হয়। কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছ হস্তান্তর করা হয়েছ।
Please follow and like us: