
গাজীপুরের শ্রীপুরে ২০ বোতল বিদেশী মদসহ শাকিল নামের এক যুবককে আটক করেছে মাওনা হাইওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল পৌনে ১১টায় মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের মাওনা হাইওয়ে থানার সামনে থেকে ২০বোতল মদসহ তাকে আটক করা হয়।
আটককৃত শাকিল (২৪) জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে।
মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কংকন কুমার বিশ^াস জানান, মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের মাওনা হাইওয়ে থানার সামনে ক্যারেটে করে ২০ বোতল বিদেশী মদ বহন করে নিয়ে যাওয়ার খবর ছিল পুলিশের কাছে। গোপন সংবাদে পুলিশ অভিযান চালিয়ে ক্যারেট থেকে ২০ বোতল বিদেশী মদ উদ্ধার করে। তার বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে। উদ্ধার করা মদের বাজার মূল্য ৮০হাজার টাকা। ওসি আরো বলেন, মহাসড়কে শাস্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক নির্মূলেও হাইওয়ে পুলিশ কাজ করছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।