দীর্ঘ ১৮বছর পর গাজীপুরের শ্রীপুর উপজেলা ও পৌর শাখা ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত রবিবার সন্ধ্যায় গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি স¤্রাট ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লার স্বাক্ষরিত আলাদা দুটি চিঠিতে উপজেলা ও পৌর ছাত্রদলের আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।
শ্রীপুর উপজেলা ছাত্রদলের কমিটিতে জিয়াউল করিম রিফাতকে আহবায়ক এবং আমিনুল ইসলাম সরকারকে সদস্য সচিব করে ২১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অপরদিকে মামুন আকন্দকে আহবায়ক এবং আজিজুল হক রাজনকে সদস্য সচিব করে ২১সদস্য বিশিষ্ট পৌর ছাত্রদলের কমিটিরও অনুমোদন দেয় জেলা ছাত্রদল ।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আগামী ৬০ দিনের মধ্য তাদের অধীনস্থ ইউনিট কমিটি গঠন করে গাজীপুর জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের নিকট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।