মহামারী করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (০২ এপ্রিল) সন্ধ্যায় পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি বলেন করোনা পরিস্থিতি বিবেচনায় শনিবার(০৩ এপ্রিল) থেকে দুই সপ্তাহের জন্য সাফারি পার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতি হলে বন্ধের সময়সীমা আরোও বাড়তে পারে ।
এর আগে ২০২০ সালের ২০ মার্চ পার্কটি বন্ধ ঘোষণা করা হযেছিল পরে করোনা পরিস্থিতির উন্নতি হলে ১ নভেম্বর পার্কটি দর্শনার্থীদের জন্য খুলে দেয় কর্তৃপক্ষ ।