কামরুজ্জামান শিমুল, বাগেরহাট প্রতিনিধিঃ- বাংলাদেশ জাতীয়তাবাদী বন্ধুদলের প্রতিষ্ঠাতা সভাপতি শরীফ মোস্তফাজামান লিটু স্বাক্ষরিত এক বিবৃতিতে মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী, অবিভক্ত ঢাকার সফল মেয়র এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিবৃতিতে শরীফ মোস্তফাজামান লিটু বলেন, ১৯৭১ সালে ঢাকা শহরকে পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত করার জন্য গেরিলা বাহিনী গঠন করেন। তিনি দেশের স্বাধীনতা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। সাদেক হোসেন খোকা রাজনীতিতে ব্যাপক সফলতা অর্জন করে বেশ কয়েকবার এমপি নির্বাচিত হন। তিনি মন্ত্রী ছিলেন। অবিভক্ত ঢাকার সফল মেয়র থাকাকালীন আধুনিক ঢাকা গড়ে তোলেন।
দলের এই ক্রান্তিলগ্নে তার মৃত্যুতে জাতীয়তাবাদী দল বিএনপির অপুরনীয় ক্ষতি হয়েছে। শরীফ মোস্তফাজামান লিটু মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।