পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও মুসলিম জাহানের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে ইয়ারপুর ইউনিয়ন ছাত্রলীগের ৪ নং ওয়ার্ডের সভাপতি রবিন আহমেদ।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন ঈদুল ফিতর মুসলিম জাতির প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে আনন্দ সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। এবার ঈদুল ফিতর এমন একটি সময় সমাগত যখন মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্বের মানব সমাজ।
তিনি আরো বলেন আমাদের পরিবার-পরিজন আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব অনেকে আক্রান্ত। আমরা করোনাভাইরাস আক্রান্ত অনেক আপন জন কে হারিয়েছি। এমন সময় ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে তাই জনসমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ঈদ উদযাপন করতে হবে। রবিন আহমেদ বলেন ঈদ মানুষকে সকল ভেদাভেদ ভুলে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে। পারস্পারিক ভাতৃত্ববোধ সামাজিক দায়বদ্ধতা দায়িত্বশীল আচরণ অনুশীলনএবং করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধি মেনে পালিত হোক ঈদুল ফিতর। ছাত্রলীগের এই নেতা আরও বলেন।আসুন সমাজের ধনী-গরিব জাতি বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়ে ঈদুল ফিতরের খুশি ভাগাভাগি করে নেই।পরম করুনাময় আল্লাহর কাছে এই প্রার্থনা করি। মানুষের জীবন থেকে দূরীভূত হোক করণা মহামারী। সুখ-শান্তি সমৃদ্ধি তো ছড়িয়ে যাক সারা বিশ্ব।