
সিরাজগঞ্জে তারাবী নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে হাজী আহমাদ-জান জামিআ আশরাফুল মাদারিস (হাজীবাড়ী মাদ্রাসার) অধ্যক্ষকে মো. তাওহিদুল ইসলাম বার্মিজ চাকু দিয়ে ছুরি কাঘাত করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ১১ টার দিকে নিজ প্রতিষ্ঠান মসজিদ থেকে তারাবী নামাজ শেষ করে রিক্সা যোগে বাড়ি ফেরার পথে জেলা পুরাতন মার্কাস মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
আহত অধক্ষ সিরাজগঞ্জ পৌর শহরের মাছিমপুর মহল্লার মৃত আমিনুল ইসলামের ছেলে মো. তাওহিদুল ইসলাম (৩৫)।
সিরাজগঞ্জ হাজী আহমাদ-জান জামিআ আশরাফুল মাদারিস (হাজীবাড়ী মাদ্রাসার) অধ্যক্ষ মো. তাওহিদুল ইসলাম বলেন, তারাবী নামাজ শেষ করে মার্কাস মসজিদের সামনে আসলে বেশ কিছু যুবক এলোপাতাড়ি মারধর ও ছুড়িকাঘাত করে পালিয়ে যায়। পরের স্থানীয়রা আমাকে উদ্ধার করে রাতে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। ব্যাপারে সদর থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবির বলেন, এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি কেউ অভিযোগ দিলে আইনিগত ব্যবস্থা নেওয়া হবে।