
প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে সিরাজগঞ্জ সদর উপজেলার শিক্ষা অফিসার মোঃ আপেল মাহমুদের নির্দেশে সিরাজগঞ্জ সদর উপজেলার ১০টি ক্লাস্টারে সাবলীল ভাবে রিডিং পড়ার প্রতিযোগিতার মধ্যে ২য় ধাপে গতকাল মঙ্গলবার সারদিন ব্যাপী কাশিয়া হাটা ক্লাস্টারে ৩২টি স্কুলের ছাত্র/ছাত্রীর অংশগ্রহনে সাবলীল ভাবে বাংলা ও ইংরেজী রিডিং পড়ার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানটি বনবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি খন্দকার রফিক আহমেদের সভাপতিত্বে ও উদয়কুমার পালের সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ শাহা আলম। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ ইসমাইল হোসেন, শিক্ষক রামগাতী সঃপ্রাঃবি, মোঃ হযরত আলী বড়পিয়ারী পূর্ব সঃপ্রাঃবি, আব্দুল্লাহ্ আল মাহমুদ দীঘল কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিচারক মন্ডলী হিসাবে উপস্থিত ছিলেন সুরভী খাতুন পাইক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জান্নাতুল নেসা প্রধান শিক্ষক ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। মোঃ আব্দুল আলীম মন্ডল সহকারি শিক্ষক বাঐতারা সঃপ্রাঃবি। মোঃ নাসিম হাসান শিক্ষক যমুনা বালী সঃপ্রাঃবিঃ । হাসান মাহমুদ মুলিবাড়ী সঃপ্রাঃবি। মোঃ সোহাগ হাসান বড় সারটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। উক্ত সাবলীল ভাবে রিডিং পড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি শাহা আলম উপজেলা সহকারী শিক্ষা অফিসার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রাথমিক শিক্ষাকে আরো এক ধাপ এগিয়ে নিতে উপজেলা শিক্ষা অফিসারের সহযোগিতায় কাশিয়া হাটা ক্লাসটারে ৩২টি স্কুলের ছাত্র/ছাত্রীর অংশ গ্রহনে সাবলীল ভাবে বাংলা ও ইংরেজী রিডিং পড়ার প্রতিযোগিতা হলো। এবং শ্রেণী পর্যায়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয়দের মাঝে পুরুস্কার বিতরন করা হলো। তিনি বলেন একজন ভালো ছাত্র/ছাত্রী হতে হলে প্রথমে তাকে ভালো করে রিডিং পড়া জানতে হবে। আর এই রিডিং পড়ার মাধ্যমে একজন ভালো ছাত্র হবে। বেড়ে যাবে পাশের হার। বেড়ে যাবে পড়াশোনার আগ্রহ। মূলত সামাজিক উন্নয়নের জন্য সাবলীল ভাবে রিডিং পড়ার ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীরা যদি বিভিন্ন ধরনের পড়ার বিষয় বা ম্যাটেরিয়ালস না পড়ে তাহলে তারা অনেক গুরুত্বপূর্ণ সামাজিক স্কিল হারাবে। সাবলীল ভাবে রিডিং পড়ার মাধ্যমে তারা তাদের আত্মবিশ্বাস জাগ্রত করতে পারে। এভাবে পড়ুয়ারা এসব বিষয়ে সহজেই সাফল্য অর্জন করতে পারে। ছোট থেকেই পড়ার অভ্যাস মানুষকে অনেক বেশি পজিটিভ বিষয় দান করে, তাই ছোট থেকেই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।