১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • সুনামগঞ্জে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন




সুনামগঞ্জে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

এম এ বাছির, ষ্টাফ করেসপন্ডেন্ট,সুনামগঞ্জ।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০১ ২০২৩, ১৬:০৬ | 721 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সুনামগঞ্জে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে।
১ (সেপ্টেম্বর) বেলা ১১ ঘটিকায় সুনামগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের সামনে আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বাষির্কী পালন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেলা বাড়ার সাথে সাথে সুনামগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে বিভিন্ন উপজেলা থেকে ব্যানার, ফেষ্টুন নিয়ে জেলার ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড় হয়। পরে দলীয় কার্যালয় থেকে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় কোন দরনের অপ্রিতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়।
সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সাবেক সংসদ নাছির উদ্দীন চৌধুরী,
জেলা বিএনপির সহ-সভাপতি নাদের আহমদ, এড. শেরেনুর আলী, এড. মাসুক আলম, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এড. আমিরুল হক, আবুল মনসুর মোহাম্মদ শওকত, যুবদলের সাধারন সম্পাদক এড. মামুনুর রশিদ কয়েছ, সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক আলহাজ্ব আনিসুল হক, ফারুক আহমেদ, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম সহ সহযোগি সকল সংগঠনের নেতৃবৃন্দরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে একটি অনির্বাচিত অগনতান্ত্রিক সরকার দেশের সাধারন জনগনের ভোটাধিকার হনন করে অবৈধভাবে ক্ষমতা ধরে আছে। তারা দিনের ভোট রাতে করে ক্ষমতায় এসে লুটপাঠের মহোৎসব শুরু করেছে।  দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা,গনতন্ত্র পূণরুদ্ধার এবং নির্দলীয় নিরপক্ষে তত্বাবধায়ক সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করে, সংসদ ভেঙ্গে দিয়ে একটি সঠিক নির্বাচন কমিশন গঠন করে এই নির্বাচন কমিশনের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দেয়ার দাবি জানান সরকারের কাছে। সরকার বিএনপির শান্তিপূর্ণ সভা-সমাবেশে হামলা, ভাংচুর,যানবাহনে অগ্নিসংযোগ করে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের উপর হামলা করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ নেতাদের।
বক্তরা বলেন, সরকার পরিকল্পিতভাবে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করে বিএনপির উপর দায় চাপাতে চায়। অবিলম্বে এই সরকারের পদত্যাগ দাবী করেন অন্যতায় রাজপথে থেকে দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার হুশিয়ারী উচ্চারন করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET