সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত কম হওয়ায় কমেছে নদীর পানি। এতে জেলার কোনো কোনো এলাকার নিম্নাঞ্চলে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, মঙ্গলবার ২৪ ঘণ্টায় সুরমা নদীর ছাতকে ৩ সেন্টিমিটার, সুনামগঞ্জ ৯ সেন্টিমিটার ও দিরাই পয়েন্টে এক সেন্টিমিটার কমেছে পানির উচ্চতা। তবে ওই তিনটি পয়েন্টে এখনো নদীর পানি যথাক্রমে ১৩০, ৫ সেন্টিমিটার ও ২ সেন্টিমিটার উপরে রয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, বৃষ্টিপাত কমায় নদীর পানি কমতে শুরু করেছে। এভাবে থাকলে দু’একদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
Please follow and like us: