২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




৩টি জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোটের অধিকার পায় নাই…. আব্দুল গফুর ভূঁইয়া

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ৩০ ২০২৫, ০৩:৩৭ | 641 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিগত স্বৈরাচার ফ্যাসিবাদ হাসিনা সরকার আমলে গত ১৫ বছরে আমাদের অনেক নেতাকর্মী গুম করেছে। আমাদের ব্যবসা-বাণিজ্য শেষ হয়েগেছে আমরা স্বাধীন রাষ্ট্র চাই বাংলাদেশে যেন এ রকম স্বৈরশাসন আর যেন না আসে। আমাদের নেতা তারেক রহমান ৩১দফা কর্মসূচী ঘোষণা করেছেন ওই কর্মসূচী সকলের মাঝে পৌঁছে দিতে হবে। গত ১৬বছরে বিএনপির লক্ষাধিক মামলা হয়েছে। নাঙ্গলকোটে বিএনপির মোবাশ্বের গ্রুপের ১ভাগ, নজির গ্রুপের ১ভাগ, আমার সাথে বাকি ৯৮ভাগ নেতাকর্মী রয়েছে। আজকে জনসভায় মৌকরাবাসী প্রমাণ করে দিয়েছে। বুধবার বিকেলে নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে কালেম গ্রামে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আজ থেকে ৩৫ বছর পূর্বে আমি রাজনীতিতে এসেছি, ১৯৯১ সালে আমি ডাক্তার কামরুজ্জামানের নির্বাচনী প্রচারণা করেছি, তখন কোন নেতা পাই নাই। ধরে ধরে আমরা নেতা বানিয়েছি, আর এখন টাকার বিনিময় নেতা তৈরী হচ্ছে। হয়তো আপনারা জানেন না, কাগজ নেতা বানায় না, নেতা বানায় জনগণ। ১৯৯৬ সালেও আমি নির্বাচনে কাজ করেছি, পরবর্তীতে ডাক্তার কামরুজ্জামান আর রাজনীতি করবেন না ঘোষণা দিয়েছেন। আমি আপনাদের ভোটে ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হই। ২০০৭ সালে বিনা অপরাধে আমি ১ বছর কারাবন্ধী ছিলাম। ২০০৮ সালে একটি প্রহসনের নির্বাচন হয়েছে। ২০১৪সালে মানুষ ভোট কেন্দ্রে যায় নাই, বিনা ভোটে তখন ১৫৪জন সংসদ সদস্য নির্বাচিত হয়। ২০১৮সালে রাতের ভোটে ফ্যাসিবাদি সরকার গঠন করা হয়। ২০২৪সালে আমি-ডামী নির্বাচন করা হয়েছে। গত ৩টি জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোটের অধিকার পায় নাই। এখন সময় এসেছে আমরা স্বাধীন বাংলাদেশকে আবার পুনঃরায় গড়ে তুলবো, আমি নির্বাচিত হলে নাঙ্গলকোটের প্রত্যেকটি ইউনিয়নে নারীদের কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র কুটির শিল্প গড়ে তুলবো। প্রত্যেকটি বাড়ির সাথে বাড়ির কানেকটিং সড়ক পাকাকরণ করা হবে। আওয়ামীলীগ মুসলিমলীগ হয়ে যাবে এদেরকে আর কেউ গ্রহণ করবে না এরা বিলিন হয়ে যাবে। ২০০১ সালে নির্বাচনে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আমি তখন সপ্তাহে ২দিন আপনাদেরকে সময় দিয়েছি। আমাকে আগামীতে নির্বাচিত করলে প্রত্যেক দিন ২৪ঘন্টার মধ্যে ১৬ঘন্টা আপনাদের জন্য ব্যয় করবো। এ নাঙ্গলকোট আগের মতো একটি স্বতন্ত্র নির্বাচনী আসন হবে।
জনসভায় মৌকরা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান কলিমুল্লাহ’র সভাপতিত্বে আলমগীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট হামিদুল হক, সাবেক সহ-সভাপতি মিয়া মোহাম্মদ ইদ্রিস, বিএনপি নেতা অধ্যাপক মাহবুবুল হক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মক্রবপুর ইউপি সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুফু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদলের নেতা শোয়েব খন্দকার, পৌরসভা বিএনপি আহবায়ক আনোয়ার হোসেন মুকুল, বক্সগঞ্জ ইউপি সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, জোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীবৃন্দ বক্তব্য রাখেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET