১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ৭ম জাতীয় কমডেকা বৈষম্যহীন বাংলাদেশ গঠনে কাজ করবে-প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস




৭ম জাতীয় কমডেকা বৈষম্যহীন বাংলাদেশ গঠনে কাজ করবে-প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২০ ২০২৫, ২২:২৮ | 640 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের অনুষ্ঠিত ৭ম জাতীয় কমডেকা বৈষম্যহীন নতুন এক বাংলাদেশ গঠনে সহায়ক হিসাবে কাজ করবে বলে জানিয়েছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৫ টার দিকে সিরাজগঞ্জ পৌর শহ‌রের যমুনা নদীর পশ্চিম পাড়ে সমতলভূমি বেষ্টিত মনোরম প্রাকৃতিক পরিবেশ ”হার্ডপয়েন্ট” এলাকায় বাংলাদেশ স্কাউটস এর উদ্যোগে “৭ম জাতীয় কমডেকা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিডিও বার্তার এক বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় প্রধান উপদেষ্টার ভিডিও বার্তায় বলেন, কমডেকা হচ্ছে রোভার স্কাউটদের এমন এক মিলন মেলা যেখানে অংশগ্রহণকারীগণ স্থানীয় জনগণের সাথে হাতে হাত মিলিয়ে সমাজ সেবা ও উন্নয়নমূলক কাজ করবে। এই কমডেকায় সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে সক্ষম হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে একটি টেকসই সমাজ বিনির্মাণের লক্ষে এ কমডেকার থীম নির্ধারণ করা হয়েছে।

সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানোন্নয়নের অংশ হিসেবে রোভার স্কাউটদের (১৭-২৫ বছর বয়সী ছেলে মেয়ে) এই কমডেকায় অংশগ্রহণ ক‌রে‌ছে।

কমডেকায় নিজেদের মধ্যে অভিজ্ঞতা, পারস্পরিক ধ্যান-ধারণা ও স্বপ্ন বিনিময়, বন্ধুত্ব তৈরি, বিভিন্ন প্রতিযোগিতা ও চ্যালেঞ্জে অংশগ্রহণের সুযোগ পাবে এবং অধিক সাফল্য অর্জনের সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।

Oplus_131072


দেশের শিশু, কিশোর ও যুবদের স্কাউটিং পদ্ধতিতে প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল, সৎ, চরিত্রবান, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে বাংলাদেশ স্কাউটস শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বর্তমানে দেশে প্রায় পঁচিশ লক্ষ স্কাউট সদস্য রয়েছে যা সংখ্যার বিচারে বিশ্বে ৪র্থ। স্কাউট সদস্যবৃন্দ দেশ ও জনগণের জরুরী প্রয়োজনে মানবতার সেবায় আত্মনিয়োগ করে সকল পর্যায়ে প্রশংসিত হয়ে আসছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ (৯ অক্টোবর ১৯৯৮- ১৮ জুলাই ২০২৪), নাফিজ, আহনাফ, রোহান, মুন্না, সাদ, মাহবুব আলম ও তাহির জামানসহ ৮ জন শহীদ স্কাউটের আত্মত্যাগ ও অসংখ্য আহত স্কাউটারগণের সক্রিয় অংশগ্রহণে বাংলাদেশ স্কাউটস গর্বিত।

কমডেকায় সারাদেশ থেকে কলেজ, বিশ্ব বিদ্যালয়ের ৪০০টি ইউনিটের ৩২০০ জন রোভার ও স্বেচ্ছাসেবক, ইউনিট লিডার এবং কর্মকর্তাসহ প্রায় ৫ (পাঁচ) হাজার স্কাউটার অংশগ্রহণ করে‌ছে।

এসময় ৭ম জাতীয় কমডেকা নানাবিধ নি‌য়ে বক্তব্য রাখেন, এডহক কমিটির সদস্য সচিব ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব ড. খ. ম. কবিরুল ইসলাম, ফরিদা ইয়াসমিন, অধ্যাপক ফাহমিদা, মুঃ তৌহিদুল ইসলাম, মো. রেজাউল করিম, আবু সালেহ মো. মহিউদ্দিন, সমন্বয়ক খান মো. মাইনুদ্দিন সোহেল, বাংলাদেশ স্কাউটস এর উপ পরিচালক মো. হামজার রহমান শামীমসহ কমডেকা ভিলেজ চিফ, ক্যাম্প চিফগণ এবং অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET