১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৫ হিজরি

শিরোনামঃ-




ছাগলনাইয়া উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে দুই ওসির বিদায় বরণ

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : মে ২৭ ২০২১, ২৩:৪৭ | 996 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়া উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে সদ্য বিদায়ী ওসি মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ ও নবাগত ওসি মোঃ শহিদুল ইসলামকে বিদায় ও বরণ করা হয়। বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার। এসময় বক্তব্য প্রদান করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম, ছাগলনাইয়া থানার বিদায়ী ওসি মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ, নবাগত ওসি মোঃ শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন, পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, ঘোপাল ইউপি চেয়ারম্যান এফএম আজিজুল হক মানিক, উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আবু বকর ছিদ্দিক, উপজেলা রেঞ্জ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম। এসময় মহামায়া  ইউপি চেয়ারম্যান গরিবশাহ হোসেন চৌধুরী বাদশা, শুভপুর ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী সহ অফিসার্স ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এরআগে, বেলা ৩ ঘটিকার সময় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্প্রতি সময়ে  ছাগলনাইয়া উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে বক্তারা সন্তোষ প্রকাশ করলেও করোনাকালীন সময়ে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা (কিশোর) কিশোর অপরাধে জড়িত হওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET