
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের বেলুটিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় আলভী আরাফ ড্রেজার সহ ২ জনকে আটক করেছে নৌ পুলিশ।
আজ ২১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ নৌ পুলিশের যৌথ অভিযানে ড্রেজারসহ অবৈধভাবে বালু উত্তোলনকারী ২জনকে আটক করা হয়।
সিরাজগঞ্জ সদর নৌ ওসি আব্দুস সুবহান জানান, শাহজাদপুর উপজেলার বিভিন্ন জায়গায় কিছু বালুখেকো দীর্ঘদিন ধরে অবৈধভাবে উত্তোলন করে আসছিল, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। নিয়ম অনুযায়ী তাদের মামলা করে ২২ ফেব্রুয়ারী সকাল ১০ টায় কারাগারে পেরন করা হবে।
সিরাজগঞ্জ নৌ পুলিশের ওসি জহির বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে নৌ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তার ধারাবাহিকতায় নৌ পুলিশের বিশেষ অভিযানে ড্রেজারসহ ২জনকে আটক করা হয়েছে। আগামীতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।