অনেক টাকার মালিক হয়েছেন ? তাই অনেক ক্ষমতা ? শরীরে অনেক শক্তি জমা হয়েছে দিন দিন? এই সবগুলো প্রশ্নের উত্তর যদি হ্যা বাচক হয়ে থাকে তবে আপনি কি একবারের জন্য ভেবে দেখেছেন, যে আপনি জন্মানোর সময় ঠিক এভাবেই জন্মেছিলেন ? কখনোই না। তাইনা? দুনিয়ার কোন মানুষই জন্মাবার সময় ক্ষমতা, টাকা, আর শক্তি নিয়ে জন্মগ্রহণ করেনা। এই কথাটি যেমন চিরন্তন সত্য। ঠিক একইভাবে এটাও সত্যি যে, আপনার এই বর্তমান পরিস্থিতি সারাজীবন একরকম থাকবে না।
ক্ষনিকের জন্য আপনার যেমন উত্থান হয়েছে ঠিক একইভাবে যখন সময় শেষ হয়ে যাবে তখন আপনার পতন ঘটবে। আর তখনই আপনার ধ্বংস আসবে। আপনার টাকা, ক্ষমতা আর শক্তি ধীরে ধীরে কমতে থাকবে। যখন আপনি পুরোপুরি নিঃস্ব হয়ে পরবেন তখনও কি আপনার মন থেকে অহংকার নামক জন্তুটার মৃত্যু হবেনা? নাকি তখনো মনের মধ্যে অহংকার গর্জন করবে ?
পবিত্র কোরআন শরিফে বলা আছে, যার জন্ম আছে তার মৃত্যুও আছে। তাহলে আমরা যারা মুসলমান রয়েছি তাদের অন্তরে মৃত্যু ভয় নেই কেনো ? আল্লাহর ভয় নেই কেনো ? টাকা, ক্ষমতা আর শক্তি কোনটাই চিরকাল স্থায়ী হয়না। তাহলে কোন আশায়, আর কার ভরসায় আমরা অহংকার পুষে রাখি অন্তরে ? অহংকারীর পতন ঘটবেই। এবং তার জন্য অপেক্ষা করছে ভয়ংকর সর্বোচ্চ শাস্তি !