আগৈলঝাড়া প্রতিনিধিঃ- দলে হাইব্রীড, অনুপ্রবেশকারীসহ দুর্নীতিবাজ, মাদক ব্যবসায়ি ও সেবনকারী, চাঁদাবাজ, আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে এলাকায় অপকর্ম করা লোকদের প্রতিহত করার মধ্য দিয়ে ৫নং রত্নপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন ও কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
শনিবার বিকেলে বারপাইকা মাধ্যমিক বিদ্যালয় হল রুমে ওই ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি অমিও লাল চৌধুরী সম্মেলনের সভাপতি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি ও বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার বাড়ৈ। কমিটি গঠন নিয়ে সাংগঠনিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন। উপজেলার সকল অংগ ও সহযোগী সংগঠনের পক্ষের আরও বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল।
সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা রমিজ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, রফিকুল ইসলাম তালুকদার, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রত্নপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদারসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সম্মেলনে ১নং ওয়ার্ডে শাহ মোঃ আবু জাফর সভাপতি, সঞ্জয় বিশ্বাস সাধারণ সম্পাদক ও মোস্তফা শাহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২নং ওয়ার্ডে প্রফুল্ল পান্ডে সভাপতি, বিধান রায় সাধারণ সম্পাদক ও লালচাঁন বাড়ৈ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। ৩নং ওয়ার্ডে ঝন্টু বালা সভাপতি, গৌরাঙ্গ কির্ত্তুনীয়া সাধারণ সম্পাদক, প্রমানন্দ বিশ্বাস সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্মেলনে কাউন্সিলরদের মাধ্যমে প্রত্যেক ওয়ার্ডে ৫১সদস্য বিশিস্ট আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।