আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় পবিত্র ঈদে-মিলাদুন্নবী ও ৫ম শ্রেণির সমপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পূর্ব সুজনকাঠি মসজিদ বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদে-মিলাদুন্নবী ও ৫ম শ্রেনির সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে বিদ্যালয় মাঠে ম্যানেজিং কমিটির সভাপতি মোল্ল¬া মাসুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহানা পারভীন, শিক্ষিকা আরতি রানী বাড়ৈ, সাংবাদিক মোঃ আসাদুজ্জামান সবুজ মোল্ল¬া, আব্দুল খালেক মোল্ল¬া, পিটিআই সভাপতি মুজাম্মেল হোসেন, মোঃ বাচ্চু মোল্লা, শিক্ষক এইচ এম মাসুদ হাওলাদার, সিন্টু মোল্ল¬া প্রমুখ। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী ইমাম মোঃ নাজমুস সাকিব। এসময় বিদ্যালয়ের ৫ম শ্রেনীর সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়। পরে বিদ্যালয়ের ৩১ শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার সামগ্রী বিতরন করা হয়েছে।