এস এম শামীম, আগৈলঝাড়া প্রতিনিধিঃ
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। গতকাল শনিবার সকালে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ সুকান্ত আবদুল্লাহ হলরুমে গিয়ে শেষ হয়। পরে শহীদ সুকান্ত আবদুল্ল¬াহ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সমবায় অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম। দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ কারুজ্জামান প্রমুখ। ভালো কাজের জন্য উপজেলার তিন সমবায়ী, সমবায় সমিতির তিন ম্যানেজারকে পুরুস্কৃত করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় অফিস থেকে ঋন নিয়ে গাভী পালন করে অনেক মহিলা এখন স্বাবলন্বী হচ্ছে। সমবায় সমিতি নিয়ম মত চলছে কিনা এই অফিস থেকে প্রতিটি এলাকার সমবায় সমিতিকে তদারকি করা হয়। প্রতিবছরই উপজেলার ৫টি ইউনিয়নের দরিদ্র পরিবারের মাঝে ঋন দেয়া হয়। ঋন নিয়ে সঠিক ভাবে ব্যবহার করে অনেক পরিবার এখন স্ববলন্বী হয়েছে।