আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
বরিশালের আগৈলঝাড়ায় মন্দিরের মূর্তি ভাংচুর করেছে অজ্ঞাতনামা দুবৃর্ত্তরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের জয়রামপট্রি গ্রামের সার্বজনীন রাধা গোবিন্দ মন্দির ও গনেশ পাগল সেবাশ্রাম’র ৫টি মূর্তি স্থাপন করে স্থানীয়রা পূজা করে আসছে। সোমবার রাতে স্থানীয় ভক্তরা ধর্মীয় অনুষ্ঠান শেষে মন্দিরে তালা লাগিয়ে বাড়ি চলে যায়। ওই দিন গভীর রাতে অজ্ঞাতনামা দুবৃর্ত্তরা বাশেঁর লাঠি দিয়ে জয়রামপট্রি সার্বজনীন রাধা গোবিন্দ মন্দির ও গনেশ পাগল সেবাশ্রাম’র গৌর ও নিতাই এর মূর্তি ভাংচুর করে। এসময় রাধা গোবিন্দ মূর্তিরও আংশিক ভাংচুর করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মন্দিরে স্থানীয় পূজারী উষা রানী বল্লভ পূজা দিয়ে গিয়ে মন্দিরে মূর্তি ভাংচুর দেখে সবাইকে জানান। এ সংবাদ জানতে পেরে আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.রাজ্জাক মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.রাজ্জাক মোল্লা সাংবাদিকদের জানান, স্থানীয় উশৃংখল ছেলেরা মূর্তি ভাংচুর করতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। মন্দির কমিটির সভাপতি মনিন্দ্র নাথ বাড়ৈ জানান, মন্দিরের কমিটি গঠন নিয়ে বিরোধ রয়েছে। কে বা কারা মূর্তি ভাংচুর করেছে তা আমরা জানি না। তবে আমরা কোন মামলা করবো না। মন্দির কমিটির সাবেক সভাপতি ধীরেন্দ্র নাথ বল্লভ সাংবাদিকদের জানান, মন্দিরের জায়গা নিয়ে কোন বিরোধ নেই। তবে রাতে ওই স্থানে মাদকসেবীদের আড্ডা বসে।
আদালতে প্রেরন করা হয়েছে।