
বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের নিয়োগবিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের দাবীতে অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচী পালন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ হেলথ এসিষ্ট্যান্ট এসোসিয়েশন ও স্বাস্থ্য পরিদর্শক সমিতির উদ্যেগে উপজেলা হাসপাতালের সামনে এই কর্মসূচী পালন করা হয়েছে। এসময় স্বাস্থ্য পরিদর্শক জামাল হোসেনের সভাপতিত্বে কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচী সভায় বক্তব্য রাখেন, মনির হোসেন, সিঞ্চন বাড়ৈ, আরিফ হোসেন, সেলিনা আক্তার, কানিজ ফাতেমা, নুরুনাহার আক্তার, নীল কান্ত হালদার ও গিয়াস উদ্দিন প্রমুখ।
Please follow and like us: