সারা দেশে দুর্বৃত্তদের দ্বারা হামলা ,ভাংচুর, অগ্নিসংযোগ ও ভিন্নধর্মাবলম্বীদের উপাসনালয়ে হামলার প্রতিবাদে পঞ্চগড়ের আটোয়ারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দীর্ঘদিন পর বাংলাদেশ জামায়াতে ইসলামী আটোয়ারী উপজেলা শাখা’র আয়োজনে স্বতঃস্ফুর্ত ভাবে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর বুধবার ( ৭ জুলাই) বিকেলে দলটির নেতৃবৃন্দ উপজেলার ফকিরগঞ্জ বাজার হতে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা হয়ে আটোয়ারী থানা এলাকা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভ মিছিলটি ফকিরগঞ্জ বাজারের ট্রাফিক মোড়ে এসে এক সমাবেশে মিলিত হয়। জামায়াতে ইসলামী আটোয়ারী উপজেলা শাখার আমীর মাওঃ মোঃ ইউনুস আলী খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দলটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ মোঃ খাদেমুল ইসলাম, সদস্য মাওঃ মোঃ মখলেছুর রহমান,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক প্রচার সম্পাদক মোঃ বদিউজ্জামান, আটোয়ারী উপজেলা শিবিরের সভাপতি মোঃ মুতাসিম বিল্লাহ প্রমুখ ।