পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার পল্লীতে রতœা রাণী (১৮) নামের এক নববধূ নিজের শরীরে পেট্রোল ঢেলে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যু যন্ত্রনায় ছট্পট্ করছে। রতœা রাণী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের পাল্টাপাড়া গ্রামের জবা রাম বর্মনের মেয়ে। পরিবারের লোকজন জানায়, জবা রাণী(১৮)’র প্রায় ৬ মাস আগে পাশর্^বর্তী ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার হৃদয় চন্দ্র বর্মনের সাথে বিবাহ হয়। সম্প্রতি গত দুর্গাপূজার সময় রতœা রাণী পাল্টাপাড়া গ্রামে তার বাবার বাড়িতে বেড়াতে এসে আর স্বামীর বাড়ী ফিরে যায়নি। বৃহস্পতিবার ( ১৬ নভেম্বর) দুপুরে সঞ্জিতা(৫) নামক এক অবুঝ শিশুর দ্বারা পাল্টাপাড়া বাজার হতে পেট্রোল ক্রয় করে নিয়ে আসে। দুপুর প্রায় দেড়টার দিকে নব বিবাহিতা রতœা রাণী নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। আগুন লাগার বিষয়টি বাড়ীর লোকজন জানতে পেরে চিল্লাহল্লা করলে প্রতিবেশীরা ছুটে এসে শরীরের জলন্ত আগুন নিভিয়ে ফেলে। খবর পেয়ে তাৎক্ষনিকভাবে আটোয়ারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে রতœাকে অগ্নিদগ্ধে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতাল কর্তৃপক্ষ রতœার শারীরিক অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষনিক ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে পাঠিয়ে দেন। তার আত্মহত্যার চেষ্টার কারণ জানা যায়নি। রতœা রাণী নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা চেষ্টার কারণ এলাকার জনমনে নানা প্রশ্নের সৃষ্টি করেছে।