১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা.)পালিত

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৬ ২০২৪, ২১:১৯ | 676 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সোমবার ১২ রবিউল আউয়াল, বাংলাদেশ সহ মুসলিম বিশে^ পালিত হচ্ছে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা.)। এরই অংশ হিসেবে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পালিত হয়েছে। খবর নিয়ে জানাগেছে, উপজেলার মডেল মসজিদ, উপজেলা পরিষদ জামে মসজিদ, থানা মসজিদ, হাসপাতাল মসজিদ,ছেপরাঝাড় বালাডাঙ্গী খানকায়ে মুহেব্বীয়া দ্বীনিয়া মাদরাসা, ছোটদাপ তাহফিযুল কুরআন মাদরাসা সহ বিভিন্ন মসজিদ, মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানসমুহ পৃথক পৃথকভাবে নানা কর্মসুচির মাধ্যমে ঈদ-ই-মিলাদুন্নবী পালন করেছে। কর্মসুচির মধ্যে শোভাযাত্রা, ওয়াজ, মিলাদ, দোয়া মাহফিল, আলোচনা সভা,ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, হাম.নাত, কবিতা প্রতিযোগিতা ছিল অন্যতম। প্রতিষ্ঠান প্রধানগণের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, ৫৭০ সালের এই দিনে মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হযরত মুহাম্মদ(সা.) আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলোকিত করে জন্মগ্রহণ করেছিলেন। রিসালতের দায়িত্ব পালন শেষে ৬৩২ খ্রিষ্টাব্দে ঠিক এই তারিখেই ৬৩ বছর বয়সে শেষ নিশ^াস ত্যাগ করেন তিনি। বাংলাদেশ সহ বিশ^ মুসলিম সম্প্রদায় এ দিনটি পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) হিসেবে পালন করে থাকে।

এসময় গোটা আরব সমাজ অন্ধকারে নিমজ্জিত ছিল। তারা মহান সৃষ্টিকর্তা আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়েছিল। আরবের সর্বত্রে দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা। এ সময়কে বলা হতো আইয়ামে জাহেলিয়াতের যুগ। এই অন্ধকার যুগ থেকে মানবকুূলের মুক্তি সহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহতাআলা রাসুলুল্লাহ(সা.)কে প্রেরণ করেন এই পৃথিবীতে। মহানবী (সা.) অতি অল্প বয়সেই আল্লাহর প্রেমে অনুরক্ত হয়ে পড়েন এবং প্রায়ই তিনি হেরা পর্বতের গুহায় ধ্যামগ্ন থাকতেন। মাত্র ৪০ বছর বয়সে তিনি নব্যুয়ত প্রাপ্ত হন, আল্লাহতাআলার নৈকট্য লাভ করেন। অপরদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বাংলাদেশ জমইয়াত, যুব ও ছাত্র হিযবুল্লাহ পঞ্চগড়ের আটোয়ারীতে পৃথকভাবে বর্ণাঢ্য র‌্যালি করেছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বাদ জোহর উপজেলার ফকিরগঞ্জ বাজার জামে মসজিদ প্রাঙ্গণ হতে ‘স্বাগত র‌্যালি’ নামে ওই র‌্যালিটি বের করে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও বাজার চৌরাস্তায় এসে শেষ করে। র‌্যালিতে ধর্মপ্রাণ নবী প্রেমী মুসল্লির অংশ গ্রহণ করে। র‌্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জমইয়াত ঠাকুরগাও জেলা শাখার সভাপতি আলহাজ¦ সুফী আব্দুল গনী, বাংলাদেশ জমইয়াত হিযবুল্লাহ পঞ্চগড় জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ মাওলানা সিরাজুল ইসলাম ও বাংলাদেশ জমইয়াত যুব হিযবুল্লাহ পঞ্চগড় জেলা শাখার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান অনু প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET