১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




আটোয়ারীতে ২পুত্র সহ মা’কে নিষ্ঠুর,নির্মম ও পৈশাচিক ভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১৫ ২০২৪, ১৫:৩৬ | 732 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে একই পরিবারের তিনজনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে উপজেলার বলরামপুর ইউনিয়নের সাতখামার কুড়–লিয়া (দলুয়াপাড়া) এলাকায় কাপড় ব্যাবসায়ী সেলিমের বাড়ীতে। ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানাগেছে, ওই এলাকার আব্দুল খালেকের পুত্র কাপড় ব্যবসায়ী মোঃ সাদ সেলিম(৪২) প্রতিদিনের ন্যায় বুধবার (১৪ আগস্ট) বোদা বাজারে কাপড়ের দোকান বন্ধ করে রাত প্রায় সোয়া ১১ টার দিকে বাড়ীতে পৌছানোর সময় দেখেন বাড়ীর বাহির আঙ্গিনার মেইন গেইট, বাড়ীর ভিতরের প্রবেশের গেইট খোলা রয়েছে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় সেলিম দ্রুত বাড়ীর ভিতরে প্রবেশ করা মাত্রই দেখেন ডাইনিং স্পেসের টাইলস করা মেঝেতে তার স্ত্রী তাসলিমা বেগম( ৩২) এবং দুই পুত্র সন্তান মোঃ সৈকত শেখ(১৪) ও মোঃ সায়হাম শেখ (৮) এর রক্তাক্ত ক্ষতবিক্ষত নিথর দেহ পড়ে আছে। সেলিম চিল্লাহল্লা করলে প্রতিবেশীরা ছুটে আসে এবং থানায় সংবাদ দেয়।

সংবাদ পেয়ে তাৎক্ষনিক আটোয়ারী থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। পুলিশ রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকদের সহায়তায় মৃতদেহগুলির সুরতহাল প্রতিবেদন তৈরী করেন। পুলিশ ঘটনাস্থল থেকে সিআইডিকে হত্যাকান্ডের বিষয়টি জানান। এব্যাপারে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া হত্যাকান্ডের ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১৪ আগস্ট রাত আনুমানিক ৮ টা থেকে রাত ১১ টার মধ্যে যে কোন সময় কে বা কাহারা এই নির্মম হত্যাকান্ডটি ঘটিয়েছে। মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য পঞ্চগড় মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে। হত্যাকান্ডের সাথে জড়িত একজন ঘাতককে পুলিশ অভিযান চালিয়ে আটক করতে সক্ষম হয়েছে। এমন নিষ্ঠুর,সির্মম,পৈশাচিক ও জঘন্য হত্যাকান্ডের সাথে জড়িত সকল আসামীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়ে ওই এলাকার লোকজন আটোয়ারী থানার সামনে এসে বিক্ষোভ করেন। এসময় হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার সহ সর্বোাচ্চ শাস্তির ধারা দিয়ে আদালতে সোপর্দ্দ করার আশ^াস দেন অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET