আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারীতে একই জমিতে বছরে চার ফসল (আমন, সরিষা, মুগডাল, আউশ) বিন্যাসের আওতায় অর্ধ বার্ষিক সমন্বয় সভা ১৪ মার্চ বুধবার রাধানগর সমাজ কল্যাণ ফেডারেশনে অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে ফেডারেশনের চেয়ারম্যান অনিল চন্দ্র অধিকারীর সভাপতিত্বে ফেডারেশনের হলরুমে অর্ধ বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় একই জমিতে বছরে চার ফসল ( আমন, সরিষা , মুগডাল, আউশ) বিন্যানের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা (রাধানগর ব্লক) রবীন্দ্র নাথ সেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা (আলোয়াখোয়া ব্লক) আতাউর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ( কিসমত রসেয়া ব্লক) দুর্গা চরন রায়, আরডিআরএস, বাংলাদেশ এর পঞ্চগড় জেলা সিনিয়র কৃষি কর্মকর্তা মাহাফুজ আলম , কৃষি কর্মকর্তা নূরে আলম ছিদ্দিক, সেমকো করপোরেশন লি: পঞ্চগড় এরিয়া’র টি.এম.ও অনুপ কুমার রায়, সার ও বীজ ডিলার হবিবর রহমান প্রমুখ।