মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ- পঞ্চগড়ের আটোয়ারীতে ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক আলোয়াখোয়া রাশ মেলা শুভ উদ্বোধন হয়েছে। প্রতি বছর এসময় পুর্ণিমা চাঁদে রাশ ঘুরানোর মাধ্যমে মেলার উদ্বোধন করা হয়। সোমবার (১১ নভেম্বর) সন্ধায় আনুষ্ঠানিকভাবে রাশ ঘুরানোর মাধ্যমে আলোয়াখোয়া রাশ মেলার শুভ উদ্বোধন হয়েছে। রাশ ঘুরানোর পরে মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ মুক্ত মঞ্চে মেলার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে স্মৃতিচারণ মুলক আলাচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাঈমুল হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (অতি: দা:) সৈয়দ মাহমুদ হাসান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) কাজী ফজলে বারী সুজা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বলরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম প্রমুখ। আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মেলার সম্পাদক ও মির্জাপুর ইউপি চেয়ারম্যান মোঃ ওমর আলী। বক্তারা বলেন, ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশ মেলা একমাস স্থায়ী থাকবে। প্রতি বছরের ন্যায় এবারো গরু ,মহিষ, ঘোড়া সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির কেনা বেচার বিপুল সমারোহ শুরু হয়েছে । একমাস কাল সুস্থ্য বিনোদনের ব্যবস্থা অব্যাহত থাকবে। এ মেলায় নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা রয়েছে এবং থাকবে। এ মেলার আয় বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের কাজে ব্যয় করা হয়। প্রধান অতিথি আইন-শৃঙ্খলা বজায় রেখে জাঁকজমকপুর্ণ পরিবেশে সুস্থ্য বিনোদনের মাধ্যমে মেলা পরিচালনার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন।