মো:জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :“ দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে যথাযথ মর্যদায় বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায় শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কপ্রদক্ষিন করে।র্যালী শেষে সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলামের সঞ্চালনায়উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে যুব দিবসের উপর গুরুতারোপ করেপ্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষঅতিথি’র বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান শাহজাহান, অন্যান্যদের মধ্যে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সহিদুল সরকার, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মো:জাহেরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রাপ্ত ৭৫ জনের মাঝে সনদ বিতরনকরাহয়