মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারীতে অমর ২১শে ফেব্র“য়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মসুচির মধ্যে রাত ১২:০১ মিনিটে কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, শিক্ষা প্রতিষ্ঠান ও ভবন সমুহে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারন, প্রভাত ফেরী, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা হাতের লিখা প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, কোরআন খানি ও মিলাদ মাহফিল, ভাষা শহীদদের রুহের মাগপেরাত কামনা করে বিশেষ মোনাজাত ছিল উল্লেখযোগ্য। উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মসুচিতে উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দলেন নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকেই অংশ গ্রহন করেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ প্রতিষ্ঠানে পুস্পস্তবক অর্পণ, প্রভাত ফেরী ও আলোচনা সভার মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছেন।