মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে সড়ক পরিবহন আইন-২০১৮ মেনে চলা এবং বাস্তবায়নের লক্ষ্যে সোমবার ( ৪ নভেম্বর ) আটোয়ারী থানা পুলিশ লিফলেট বিতরণ করেছে। সময়ের চাহিদার প্রতিফলনে সড়ক পরিবহনে শৃঙ্খলা আনয়ন এবং নিরাপদ সড়ক প্রতিষ্ঠাকল্পে জেলা পুলিশের উদ্যোগে আটোয়ারী থানা পুলিশ এ লিফলেট বিতরণ করেন। নিরাপদ সড়ক এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় যানবাহন চালানোর সময় চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট, রুট-পারমিট, ট্যাক্স টোকেন হাল নাগাদ থাকা ও মোটর সাইকেল চালানোর সময় চালকের এবং সহযাত্রীর হেলমেট পরা বাধ্যতামুলক অন্যথায় নতুন আইন অনুযায়ী বিভিন্ন অপরাধের সাজা সমুহ উল্লেখসহ চালকদের সতর্ক করে ব্যাপক মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়।